কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার অধীনে “সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট” এর আওতায় দুই ব্যাচ বসত বাড়ী কৃষক প্রশিক্ষণ গতকাল ২৭ মে ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় এবং বনরূপা হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন ও বালুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক/কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক রমনী কান্তি চাকমা, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট রাঙ্গামাটির অধ্যক্ষ সুধেন্দু শেখর মালাকার, জেলা প্রশিক্ষণ অফিসার ও সাইট্রাস ডেভেলপমেন্ট অফিসার কৃষ্ণ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপপরিচালক তপন কুমার পাল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে লেবু জাতীয় ফলের গুরুত্ব, জমি তৈরি, রোপণ পদ্ধতি, রোপণ পরবর্তী পরিচর্যা, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে লেবুজাতীয় ফলের চার ধরনের কলম, ছোট স্প্রে মেশিন, কীটনাশক বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে ৬০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।